ভয়াবহ জঙ্গি হামলা ইরানে নিহত ১১ জন সেনাবাহিনী

ইরানের বালুচিস্তান প্রদেশে ‘রেভলিউশনারি গার্ড’-এর সদর দফতরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর ১১ জন সদস্য,সেনাবাহিনীর পাল্টা গুলিতে মারা গিয়েছে ১৬ জন জঙ্গি। ইরানের অভ্যন্তরীণ প্রতিমন্ত্রী মাজিদ মীরামাদি জানিয়েছেন, চাবাহার ও রাস্ক শহরে ইরানের সেনাবাহিনীর ওপর মুখ্য কার্যালয় হস্তগত করতে গিয়ে সেখানে হামলা করেন জইশ আল-আদল জঙ্গি গোষ্ঠীরা। রাতভর সংঘর্ষের দু’জন পুলিশকর্মী, দু’জন সীমান্তরক্ষী,ও সাত রেভলিউশনারি গার্ড ও বাসিজ ভলান্টিয়ার বাহিনীর সদস্য নিহত হন। আরও ১০ জন নিরাপত্তাকর্মীর জঙ্গিদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ।চাবাহারে জঙ্গিরা কয়েক জন নিরাপত্তারক্ষীদের বন্দিও করেছিলেন ফলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে বন্দিদের ফেলে পালায় কয়েক জন জঙ্গি।


আল-আদল গোষ্ঠীরা দীর্ঘদিন ধরেই বালুচিস্তানের সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায়ের জন্য সার্বিক অধিকার এবং উন্নত বাসযোগ্যের দাবি জানিয়ে আসছেন। সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তারক্ষীদের উপরে একাধিক বার হামলার দায় নিয়েছেন এই জঙ্গি গোষ্ঠীরা। গত ডিসেম্বরে তারা রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেন।


পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী এই এলাকাটিতে ইরানের সীমান্তরক্ষীদের সঙ্গে মাদক পাচারকারী ও জঙ্গিদের সংঘর্ষ লেগেই থাকে । ফলে আফগানিস্তান থেকে পশ্চিম-সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাদক পাচার করার জন্য ইরান অন্যতম গুরুত্বপূর্ণ একটি ‘ট্রানজ়িট রুট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *