মেধাবী ছাত্র ছিলেন শাহরুখ, বড় হয়ে অভিনেতা কী হতে চেয়েছিলেন জানেন?

শাহরুখ খান তার প্রথম জীবনে কতটা অভাবে ছিলেন সে কথা সকলেরই প্রায় জানা। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। দিল্লিতেই বড় হয়ে ওঠা। তবে অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। দিল্লির একটি কনভেন্স স্কুলে পড়তেন অভিনেতা। সেখানে বরাবরই স্ট্যান্ড করতেন তিনি। প্রথম তিনের মধ্যে সর্বদাই থাকতো শাহরুখের নাম।

কিং খানের বাবা ছিল পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তবে ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও যথেষ্ট দারিদ্রতা অনুভব করেছেন তিনি। এই সময় শাহরুখ খানের স্কুলের মাইনে ছিল ৫০ টাকা। তার যোগান দিতেই রীতিমতো হিমশিম খেতে হতো শাহরুখের পরিবারকে। তবে পড়াশোনা থামেনি কারণ অভিনেতা পড়াশোনায় ভালো হওয়ায় স্কলারশিপের টাকাতেই তার পড়াশোনা চলছে বেশিরভাগ সময়। প্রথমেই কিন্তু তিনি অভিনেতা হতে চাননি। অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনেতার এসেছে বহু পরে। পড়াশোনার পাশাপাশি কিং খান ভালোবাসতেন খেলতে। হকি এবং ফুটবল ছিল তার পছন্দের তালিকায়। এমনকি স্কুলে বিভিন্ন কম্পিটিশনেও তিনি জিততেন। বিভিন্ন ট্রফিও ছিল তার। কিন্তু বড় হবার পরেই তিনি অভিনয় জগতে চলে আসেন। এই অভিনয়ই তাকে সাফল্য এনে দেয়। তিনি হয়ে ওঠেন আমাদের পছন্দের কিং খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *