ভয়াবহ আগুনে ঝলসে গেল বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি। আগুন লাগার অভিযোগ উঠেছে বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। বুধবার রাতে ঘটা, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাড়া প্রতিবেশী এবং বিজেপি সদস্য এবং নিকট আত্মীয়দের দাবী, এই আগুন লাগানোর ঘটনায় যুক্ত রয়েছে তৃণমূল। যদিও তৃণমূল সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তবে পঞ্চায়েতের বিজেপি সদস্য অক্ষত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই সময় ওই সদস্যের গ্রামে হরিনাম সংকীর্তন চলছিল। সেটি দেখতে গিয়েছিলেন ওই বিজেপির পঞ্চায়েতে সদস্য রুপা পালোই। সঙ্গে ছিল তার পরিবারও। ফলে পুরো বাড়ি ছিল ফাঁকা। সেই সুযোগটাই কি কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা? নাকি সপরিবারে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন? বাড়ি না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। এখনো সামনে আসেনি সম্পূর্ণ সত্য। চলছে পুলিশি তদন্ত।