আরবাজ়ের প্রথম স্ত্রী যেটা পারেনি, দ্বিতীয় স্ত্রী করে দেখালেন, কি করলেন এমন?

রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করে এখন বেশ খোশমেজাজে রয়েছেন সলমনের ভাই। বিয়ের পর আরবাজ় খানের অতীত সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে। আরবাজ় অভিনেত্রী এর আগে মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০১৬ সালে সেই বিয়ে ভাঙে। আরবাজ়ের জীবনে তার পর প্রেম আসে, তবে নিজের থেকে বেশ অনেকটাই ছোট সুরাকে মনে ধরে অভিনেতার। বেশ কয়েক বার ছবিশিকারিদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজ়ের ভালবাসা প্রকাশ পেয়েছে। তবে আগে অভিনেতা এমনটা ছিলেন না। বরাবরই এড়িয়েই চলতেন আলোকচিত্রীদের। কিন্তু সুরার সঙ্গে বিয়ের পরই বদলে গিয়েছেন তিনি। আরবাজ় নিজেই স্বীকার করলেন।

তারকাদের দেখলে ক্যামেরা নিয়ে ছোটা ছবিশিকারিদের প্রবণতা। তারকাদের ক্যামেরাবন্দি হওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক, তাঁরা সে সবের খুব বেশি তোয়াক্কা করেন না। যার ফলে মাঝে মধ্যে তাঁরা বিব্রতও হন। যার কারণে বিভিন্ন সময় মেজাজ হারিয়েছেন তারকারা। আরবাজ়ের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু সুরা তাঁকে শান্ত হতে শিখিয়েছেন। আরবাজ় জানান, শুরুর দিকে ছবি তুলতে পছন্দ করতেন না। আলোকচিত্রীরাও তাঁদের জীবনের অঙ্গ ধীরে ধীরে বুঝতে পারেন। তাই যতটা সম্ভব সৌজন্যমূলক আচরণ করা উচিত বলে তাঁর মনে হয়। আরবাজ়ের কথায়, ‘‘আমি এটা বলছি না আমার তাঁদের প্রতি কোনও বিরূপ মনোভাব ছিল। শুধু মনে হত আমি নিজের এমন কোনও দিক তুলে ধরতে চাই না যা ভুল বার্তা দেয়। বা যেটা আমি করতে চাইনি, তা প্রতিফলিত হোক।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *