বিগত কিছুদিন ধরেই সূর্যিমামার অত্যাচারে নাজেহাল রাজ্যবাসী। জারি হয়েছিল তাবপ্রবাহের সতর্কতাও। সবার মনে এখন খালি একটাই প্রশ্ন। কবে দেখা মিলবে বৃষ্টির। অবশেষে হাওয়া অফিস শোনালো সুখবর।
কিছুদিন আগে উত্তরে দেখা মিলেছে ঝড় বৃষ্টির। তবে দক্ষিনে এখনো পর্যন্ত কোন বৃষ্টির ছিটেফোটা দেখা যায়নি। শুধু দক্ষিণ নয় পশ্চিমে বইছে লু। তবে বেশিদিন আর এই কষ্ট সহ্য করতে হবেনা বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সুত্রের খবর, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বাড়বে বৃষ্টির পরিমান। শুধু তাই নয় বৃষ্টি চলবে প্রায় তিনদিন ধরে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ইত্যাদি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বইবে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
তবে এখনো নিস্তার নেই দক্ষিণবঙ্গের। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। কলকাতাসহ আরও ৯টি জেলা পড়তে পারে তাপপ্রবাহের কবলে। কলকাতাতে আজকের তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রী। তবে পারদ আরও চড়বে। পৌছতে পারে ৪২ ডিগ্রীতে।