চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি ক্রিকেটবিশ্বে আবারও ফিরতে পারে। অস্ট্রেলিয়ার এক কর্তার সম্প্রতিক মন্তব্যে এমনই জল্পনার উত্থাপন হয়েছে। অস্ট্রেলিয়ার ওই কর্তা ভারতে এসে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগকে ফিরিয়ে আনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতীয় বোর্ড আলোচনা চালাচ্ছে। খুব দ্রুতই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মেলবোর্ন ক্রিকেট অ্যাকাডেমির একটি শাখা ইন্ডিয়ায় খোলা হয়েছে । সেখানেই উপস্থিত হয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিন্স জানিয়েছেন, দশ বছর বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা আবার নতুন করে চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম সংস্করণে মহিলা ক্রিকেটারদের নিয়ে এবং এর পর পুরুষদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা যেতে পারে বলে তাঁর কথায় আভাষ পাওয়া যায়।
চ্যাম্পিয়ন্স লিগ আইপিএল লিগ শুরু হওয়ার পরে পরেই চালু হয়েছিল । বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ়িগুলি এতে অংশও নিত।চ্যাম্পিয়ন্স লিগে ভারতের তিনটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দু’টি করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় ও নিউ জ়িল্যান্ড থেকে একটি করে দল অংশ নিত। ২০১৪ সালে এই প্রতিযোগিতা শেষ বারের জন্য আয়োজন করা হয়। সেই বার কলকাতাকে হারিয়ে চেন্নাই ট্রফি জেতে ।