কল্যাণ ও তাঁর প্রাক্তন জামাইয়ের ভাইরাল অডিও ক্লিপ

একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তেই হইচই শ্রীরামপুরে,ভোটের প্রচারের মাঝেই এবার প্রাক্তন শ্বশুর-জামাইয়ের অডিও ক্লিপ ঘিরে ব্যাপক শোরগোল।ভোটের ময়দানে এক জন চতুর্থ বার সাংসদ হওয়ার লড়াইয়ে,অন্যদিকে, প্রথম বার লোকসভা ভোটের প্রার্থী।তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনে কথোপকথন বলে দাবি করেন।যদিও হুগলির শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন জামাতা তথা বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস দুজনেই এই অডিও ক্লিপ ভুল বলে দাবি করেছেন।এ নিয়ে দু’জনেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন।

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপটি একটি ফোনের কথোপকথনের রেকর্ডিং ভাইরাল হয় সোশাল মিডিয়ায়তে। যেখানে শোনা যাচ্ছে তৃণমূল প্রার্থী কল্যাণ বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসকে টাকা দিয়ে টিকিট নেওয়ার জন্য বলছেন, তবে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা যায়নি।সেখানে ছবি দিয়ে দেখানো হয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কবীরে।

এই বার্তালাপ ছড়িয়ে পড়ার পর কল্যাণ এবং কবীরশঙ্কর দু’জনেই দাবি করেছেন, ওই কথোপকথন তাঁদের নয়।কল্যাণ ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।কল্যাণের দাবি, “অসৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে। যারা এই রকমের অডিও ভাইরাল করছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।আমাকে বদনাম করার জন্য এটা করানে হয়েছে। তিনি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন এবং তাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপের লিঙ্কও পাটিছেন।কবীরও জানান, তিনি এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন।এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানাচ্ছেন বিজেপির আইনজীবী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *