পাত্র চাই বলে বিজ্ঞাপন করেছিলেন তবে কি ঋষভ পন্থকে খোঁটা দিলেন উর্বশী রাউতেলা। এই প্রশ্নে তোলপাড় সোশাল মিডিয়ায়, অভিযোগ, পন্থের উচ্চতা নিয়ে ব্যঙ্গ করে তাঁকে বেঁটে বলেছেন অভিনেত্রী। এতেই বেজায় চটেছেন ক্রিকেটারের অনুরাগীরা যে পরিস্থিতি সামলাতে সোশাল মিডিয়ারই সাহায্য নিয়েছেন উর্বশী।তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন নিজের বক্তব্য।
এক ম্যাট্রিমোনি সাইটের জন্য তৈরি বিজ্ঞাপনে অভিনয় করেন উর্বশী রাউতেলা। আর তাতেই তিনি ব্লনে কিছুতেই মনের মতো পাত্র পাচ্ছেন না। ব্যবসায়ী, অভিনেতা থেকে ক্রিকেটার, সবাইকে দেখে নিয়েছেন। কেউ কেউ আবার তাঁর থেকে উচ্চতায় খাটোও ছিল। কিন্তু কোথায় মনের মতো মানুষ পেলেন না তিনি। তাই অভিনেত্রী ভাবছেন এবার উক্ত ম্যাট্রিমোনি সাইটের দ্বারস্থ হবেন। সাইট কেমন কাজ করে তা দেখার ভার অনুরাগীদেরই দেন তিনি।
অভিনেত্রীর এই বিজ্ঞাপন দেখেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ,তাঁদের অভিযোগ, নিজের এই বক্তব্যের মাধ্যমে ঋষভ পন্থকে চূড়়ান্ত অপমান করেছেন অভিনেত্রী। একজন লেখেন, “ঋষভ পন্থের উচ্চতা যাই হোক না তোমার থেকে তো ১ ইঞ্চি বেশি। আরেকজন আবার লেখেন, “ঋষভকে তুমি এত অবসেসড কেন তুমি,ওকে খেলতে দাও ভাই… বাঁচতে দাও তুমি নিজের জীবনে মন দাও না।