ঝড়ে বিপর্যস্ত এলাকায় ঘুরে ত্রিপল বিলি করলেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল। আর তাঁর এই কাজে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি। রবিবার ঝড়ের তাণ্ডবে ক্ষতিগস্ত গোটা আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার দক্ষিণ কামসিং পূর্বপাড়া গ্রামে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এবং ত্রিপল বিতরণ করেন অনেক বাড়িতে।বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে এভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করে, কোনো জনপ্রতিনিধি বিধায়ক রিলিফ দিতে পারেন না।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী,ভোটের আগে কোনও বিপর্যয় হলে প্রশাসনিক আধিকারিক অর্থাৎ বিডিও ও জেলাশাসক ত্রাণ দিতে পারেন।তবে রাজনৈতিক দলের কেউ এই কাজে যুক্ত থাকতে পারেন না।ফলে নির্বাচনী বিধিনিষেধ ভেঙে এভাবে ত্রিপল বিতরণ করায় নিয়ম মানেনি।এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করব।এ নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক মানুষ সর্বহারা হয়েছেন রাজনীতিটাই এখন বড় কথা নয়।এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই কর্তব্য বলে মনে করি।আমার গাড়িতেই ত্রিপল ছিল।সেগুলি তাদের হাতে তুলে দিয়েছি তবে আমি কোনও রাজনৈতিক প্রচারে যাইনি।কর্তারা গিয়েছিলেন সেই সঙ্গে আমি বিধায়ক হিসেবে সেখানে পরিদর্শন করতে গিয়েছিলাম।রাজনীতি নয়, মানুষ হিসেবে মানুষের পাশে ছিলাম।
সোমবারই আলিপুরদুয়ারের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন,বিপর্যয় মোকাবিলায় প্রশাসন ভালো কাজ করছে।দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, খাবারের ব্যবস্থা করেছে।যদিও এখন ভোটের সময়, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে।কিন্তু এখন বিপদের সময় কি আর আচরণবিধি মেনে চলা যায়, অর্থাৎ এই পরিস্থিতিতে দলের সদস্যরাও যে কাজ করবেন, তাই তিনি নিজে বিতর্কের অবসান ঘটিয়েছেন।