লোকসভা ভোটের সঙ্গেই হবে রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচন। আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোটের দিন একইসঙ্গে বরানগরের উপনির্বাচনে ভোট দেবেন এখানকার বাসিন্দারা।সেই কারণে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জোড়া প্রচার করলেন বরানগরের।প্রার্থী হওয়া তাঁর কাছে নতুন না হলেও বরানগরে একেবারেই অচেনা মাটি।তাই এখানকার দলীয় সংগঠনের সঙ্গে থেকেই প্রচার চালাচ্ছেন তারকা তৃণমূল প্রার্থী।
প্রচারের সূত্রেই তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে, কামারহাটির বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা মদন মিত্রর বাড়িতে। ভোটের আগে ‘টিপস’ নিতেই ‘মদনদা’র সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকার।তবে তা উড়িয়ে সায়ন্তিকার ঘনিষ্ঠ মহলের দাবি, মদন মিত্র বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তাই তাঁকে দেখতে গিয়েছেন তৃণমূল প্রার্থী। সেইসঙ্গে প্রবীণ রাজনীতিকের আশীর্বাদও নিয়েছেন।সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।
তৃণমূলের জনপ্রিয় নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ অসুস্থ তবে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি,তার চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।অসুস্থ থাকার কারণে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যাচ্ছে না মদন মিত্রকে।স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ওই এলাকার রাজনীতি তো মদন মিত্রের হাতের তালুর মতো চেনা।ভোটে লড়াইয়ের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়।