কতগুলি ডিপিআরএস কোচ তৈরী করলো ভারতীয় রেল?

ভারতীয় রেল একের পর এক ইতিহাস গড়ছে। বন্দে ভারত থেকে অমৃত ভারত, রেল লাইনে একের পর এক ট্রেনের চাকা গড়াচ্ছে। রেল এবার আরও এক রেকর্ড গড়ল। ২৮২৯টি কোচ এক বছরে তৈরি হল। ২০২৩-২৪ অর্থবর্ষে শুধুমাত্র ইন্টিগ্রাল কোচ ফ্য়াক্টরিতেই (ICF) এতগুলি ট্রেনের কোচ তৈরি হচ্ছে। এই সংখ্যাটা গত বছর ছিল ২৭০২। এক বছরে এখনও পর্যন্ত তৈরি হওয়া কোচের সংখ্যা এই বছরেই সবথেকে বেশি। জানা গিয়েছে, এগুলি সবই ডিপিআরএস কোচ|

ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক কোচকে বলা হয় ডিপিআরএস। বন্দে ভারতের কোচও এর মধ্যে রয়েছে। শুধুমাত্র কোচ নির্মাণেই নয়, রেল বিভিন্ন ক্ষেত্রে মাইলস্টোন ছুঁয়ে চলেছে। রেলের এতো উন্নতির কারণে সাধারণ মানুষের সুবিধা হচ্ছে অনেক। নাসিক ও রায়বরেলিতে মূলত কোচ তৈরির ফ্যাক্টরিগুলি রয়েছে। অধিক সংখ্যায় কোচ তৈরি করতে পরিকাঠামোও উন্নত করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক বছর ধরে ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছে পুরোদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *