গঞ্জিকাপ্রেমীদের জন্য সুখবর, বাড়িতেই রাখা যাবে মজুত

এবার বাড়িতেই নিশ্চিন্তে রাখতে পারবেন গাঁজা। সেবনেও নেই কোন নিষেধাজ্ঞা। এবার জার্মানিতেও গাঁজার চাষ বৈধ হয়ে গেল। গত সোমবার থেকেই আইনি ভাবে কার্যকর হয়। তবে রয়েছে বিশেষ কিছু শর্ত। জেনে নিন সেগুলি কী কী?

জার্মানির পার্লামেন্ট জানিয়েছে, পেডেস্ট্রিয়ান জোনে সকাল সাতটা থেকে রাত আটটা অবধি গাঁজা খাওয়া যাবে না। ১৮ বছরের কমবয়সীদের এখনও গাঁজা খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে । এবং ১৮ বছরের ওপরে ২৫ গ্রাম পর্যন্তই গাঁজা সেবনের অনুমতি রয়েছে। এছাড়াও স্কুল, খেলার মাঠ, বাচ্চাদের পার্ক বিভিন্ন জায়গা থেকে ১০০ মিটারের মধ্যে সেবন করা যাবে না গাঁজা। এছাড়াও বাড়িতে ৫০ গ্রাম পর্যন্ত গাঁজা মজুত রাখা যাবে।

পার্লামেন্টের এই সিদ্ধান্তে খুশির জোয়ারে ভাসছেন জার্মানিবাসী। সারারাত ধরে সুখটান দিতে দিতেই উদযাপন করেছেন এই বিশেষ উৎসব। সুখটান দিতে দিতেই মেতেছেন আনন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *