মেয়ে জাহ্নবী কাপুরের গোপন কথা ফাঁস করলেন বনি কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুরের বড় কন্যা জাহ্নবী কাপুর শিখর ধাওয়ানের সঙ্গে প্রেম করছেন। চলচ্চিত্রে পা রাখার আগে থেকেই ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম এসেছেন বহুবার। তাঁর প্রেম কাহিনী তারমধ্যে অন্যতম। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়।

কিন্তু জাহ্নবী কিংবা শিখর এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। এবার বনি কাপুরই জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন। পাশাপাশি তিনি শিখরের ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘শিখরকে আমি ভালোবাসি। কয়েক বছর আগেও যখন জাহ্নবী শিখরকে দেখেনি, তখনো শিখরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে কখনো প্রাক্তন হবে না আমি নিশ্চিত। তার মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে এটাকে আমি আশীর্বাদ মনে করি।’

এই নায়িকার অনেকের সঙ্গে নাম জড়িয়েছে। সময়ের সঙ্গে শিখরের নাম আড়ালে পড়ে যায়। জাহ্নবী-শিখরকে দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায়। তারপর এ জুটির পুরনো প্রেম চর্চায় পরিণত হয়। কিছুদিন আগে নিজের জন্মদিনে কথিত প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহ্নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *