নির্বাচন কমিশনে বিজেপি প্রার্থী লকেটের বিরুদ্ধে জমা পড়ল অভিযোগ

এবার নির্বাচন কমিশনে জমা পড়ল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তিনি নাকি দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এলো? এই বিষয়ে মুখ খুলেছেন লকেট?

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯শে মার্চ বিজেপি কর্মীদের মারধরের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ গ্রহণ না করায় বিজেপিদের তরফ থেকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোপ হয়। সেই বিক্ষোপে নাকি উপস্থিত ছিলেন ব্যান্ডেলের দুষ্কৃতী লালা মা যশোয়া, যিনি সঞ্জয় পাশোয়ান নামেও পরিচিত। এমনই অভিযোগ তুলেছেন অসিত মজুমদার (তৃণমূল বিধায়ক)

এই প্রসঙ্গ টেনে অসিত বলেন, ” দীর্ঘদিন ধরে ব্যান্ডেলের কুখ্যাত দুষ্কৃতি শাসন করছেন যার যেরে রীতিমত বন্ধের মুখে সমস্ত নামকরা ব্যাবসায়ীদের ব্যবসা। আর তাকেই লাই দিচ্ছে লকেট। লকেট গুন্ডা মস্তানদের প্রশয় দিচ্ছে। তাই আমরা চাই লকেটের মত পার্থীরা যাতে প্রতীক না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *