অভিনেত্রীর এক বিশেষ গুনে কাজলকে বিয়ে করেন অজয়, কী সেটি?

প্রায় তিন দশক ধরে বলিউডে একসঙ্গে কাটিয়েছেন অজয় দেবগন ও কাজল। উপহার দিয়েছেন একের পর এক দিলখুশ করা ছবি। শুধু পেশাগত জীবনে নয় ব্যক্তিগত জীবনেও তারা পার করেছে ২৫ বছর। বলিউডের সুখী কাপলদের তালিকার মধ্যে তারা ওপরের সারিতেই। তবে সম্প্রতি সামনে এলো এক বিশেষ তথ্য। কাজলকে নাকি এক বিশেষ কারনের জন্যই বিয়ে করেছিলেন তিনি। কী সেই কারণ?

সম্প্রতি এক সাক্ষাৎকার সামনে আসে সেখান অভিনেতাকে অন্যান্য বিষয়ের পাশাপাশি তার ব্যক্তিগত বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। অভিনেতার কথায় কাজল খুব সংসারী। তিনি তার পেশাগত জীবনের পাশাপাশি তার ব্যাক্তিগত জীবনও খুব ভাল ভাবে সামলাতে পারবে ভেবেই। ১৯৯৯ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল অজয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে তাদের ২৫ বছরের পূর্তি ছিল। জাঁকজমক একেবারে নাপসন্দ অজয়-কাজলের তাই বিয়ের মত বিবাহ বার্ষিকীও ঘরোয়া ভাবেই সেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *