লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে আসন্ন লোকসভা ভোটে হুগলি থেকে তৃণমূলের টিকিটে লড়বেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। আর ওদিকে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে।
দিল্লিতে সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। জানা যাচ্ছে, ২০২৪-র লোকসভা ভোট প্রার্থীও হতে পারেন এই তারকা। যদিও কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন সেই নিয়ে এখনও কিছুই খোলসা করা হয়নি দল তরফে। প্রসঙ্গত, ওড়িয়া ছবির ভীষণই জনপ্রিয় নায়ক এককথায় সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র।
ওড়িয়া তারকা সিদ্ধান্ত বহু বাংলা ছবিতেও কাজ করেছেন। সেই সুবাদেই রচনার সঙ্গে তার আলাপ। পরে একসময় রিয়েল লাইফে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। শোনা যায় পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।