বাড়ানো হলো ১০০ দিনের কাজের মজুরি

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে একাধিক রাজ্য সরকার জনমুখী প্রকল্প নিয়ে এসেছে সামনে। এছাড়াও কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস সহায়িকা ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে।

এই আবহে এবার মজুরি বৃদ্ধি পেল ১০০ দিনের কাজের। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের মজুরি বাড়াল। পশ্চিমবঙ্গের শ্রমিকদের মজুরি বাড়ছে ১৩ টাকা করে। আগে ১০০ দিনের কাজে শ্রমিকরা প্রতিদিন মজুরি হিসেবে পেতেন ২৩৭ টাকা। এই মজুরি এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বাজেটে ১০০ দিনের কাজের শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটে সেই জন্য অর্থ বরাদ্দও করেছিল সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এবার মজুরি বৃদ্ধির ঘোষণা করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *