বেআইনিভাবে নেশামুক্তি কেন্দ্র চলছিল বরানগরে, গ্রেপ্তার হলেন দেবজিৎ সরকার

বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ সরণি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র চালাতেন দেবজিৎ সরকার নামে এক ব্যক্তি। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, তা যে নেশামুক্তি কেন্দ্র হবে, সেটা জানানো হয়নি বাড়ির মালিককে। ফলে বলেন যে , সেখানে ডাক্তার আসবেন, রোগী দেখবে চলে যাবেন। কিন্তু ধীরে ধীরে প্রায় ৫০ জনের উপরে এই বাড়িটিতে থাকতে শুরু করেন। পরে আশেপাশের বাসিন্দারা জানতে পারেন, ওই বাড়িতে বেআইনিভাবে নেশামুক্তি কেন্দ্র চালাচ্ছেন দেবজিৎ সরকার। অভিযোগ, তাঁরা এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

বাড়ির মালিকের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্র বিষয়ে দেবজিৎবাবুকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে শিফট করে দেবেন বলে জানান। কিন্তু শনি ও রবিবার পর পর দুজনের মৃত্যু হয় ওই কেন্দ্রে। অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে রোগীদের উপর অত্যাচার করেন কর্মচারীরা। আর তার জেরেই দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলা নিয়ে চিন্তা বাড়ছে।
বেআইনিভাবে নেশামুক্তি কেন্দ্র চলছিল বরানগরের ঋষি অরবিন্দ সরণি এলাকায়। সেখানেই পর পর দুই রোগীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো । রবিবার দুপুরে ঘটনার কথা জানতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই কেন্দ্রের কর্তা হিসেবে পরিচিত দেবজিৎ সরকার নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী, পুলিশ পরে তা নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *