মেট্রো প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো এবার কসবা-আনন্দপুর সংলগ্নন বেলেঘাটা পর্যন্ত কবি সুভাষ স্টেশনে হেমন্ত মুখোপাধ্যায় পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বাণিজ্যিক ভিত্তিতে পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার আগে মেট্রোর আনুষ্ঠানিক পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার জনককুমার গর্গ। এবার আগের ৫.৪ কিলোমিটার মেট্রোপথের সঙ্গে জুড়তে চলেছে বেলেঘাটা পর্যন্ত আরও ৪.৪ কিলোমিটার মেট্রোপথ তবে মেট্রোকর্তাদের আশা অতি দ্রুত বেলেঘাটা পথেও পরিষেবা শুরু হবে।

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করে দেওয়ার উদ্যোগ  প্রায় থমকে গিয়েছিল। তবে এই পরিষেবা চালু হওয়ার পরে চলতি বছরে ওই মেট্রোয় বেলেঘাটা পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত করাই লক্ষ্য ছিল। কিন্তু ইএম বাইপাস সংলগ্ন ভিআইপি বাজার লাগোয়া একটি খালের উপরে ইস্পাতের সেতু নির্মাণ নিয়ে সমস্যা দেখা দেয় ফলে তার মাঝে অপরিসর জায়গায় মেট্রোর উড়ালপথ নির্মাণের জন্য স্তম্ভ তৈরি করা সম্ভব ছিল না তবে ওই অংশে ৭৬ মিটার দীর্ঘ একটি সেতু তৈরির পরিকল্পনা করা হয়। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে সেই কাজ করার ক্ষেত্রে বেশ অতিরিক্ত সময় লেগে যায়। যার ফলে চলতি বছরের শুরুতে ওই মেট্রোকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত কাজ সম্পূর্ণ হয়। তাই বাধ্য হয়েই কবি সুভাষ থেকে কসবা-আনন্দপুর সংলগ্ন হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয়।

বেলেঘাটা মেট্রো স্টেশনগুলির প্রবেশপথ স্বয়ংক্রিয় গেট, লিফ্‌ট, এসক্যালেটর, সিগন্যালিং ব্যবস্থা এবং অগ্নি-নির্বাপণ, ব্যবস্থা-সহ নানা খুঁটিনাটি বিষয় পরীক্ষা করেন রেলওয়ে সেফটি কমিশনার। মেট্রোপথে পরে নতুন আরও চারটি স্টেশন যুক্ত হচ্ছে।পরে রেল বিকাশ নিগম লিমিটেড এবং মেট্রোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরের দিকে রেক সর্বোচ্চ গতিতে ছুটিয়ে মহড়া দেওয়া হয়। এই মেট্রো বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হলে প্রায় ৯.৮ কিলোমিটার মেট্রোপথ পরিষেবার আওতায় আসবে। এর ফলে ইএম বাইপাস এলাকায় যাতায়াতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *