বাঁকুড়ায় লোকসভা ভোটে টিকিট না পেলেও, বরানগরে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। আগামী ১ জুন এই আসনে ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা করা হবে ৪ জুন। এর পাশাপাশি ইদ্রিস আলির মৃত্যুর জন্য বিধায়ক শূন্য ভগবানগোলাতে রেয়াত হোসেন তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের জন্য প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে টিকিট পাবেন বলেই আশা করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি, তবে তখন দল তাঁকে টিকিট না দেওয়ায় সংবাদ মাধ্যমের সামনে কিছুটা হলেও নিজের অভিমান উগরে দিয়েছিলেন অভিনেত্রী।
বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব, তবে উপনির্বাচনের টিকিট পাওয়াতে কিছুটা হলেও তার মানভঞ্জন হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।বিজেপি বরানগরের প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম ঘোষণা করে দিয়েছেন। সজল ঘোষের বিরুদ্ধে সরাসরি লড়াই হবে সায়ন্তিকার।