‘দাবাং ৪’ নিয়ে ফিরছেন সলমন খান  

সলমন আভিনেতা অন্যতম হিট বই হল দাবাং।বড়পর্দায় আবারও ফিরতে চলেছে চুলবুল পান্ডে ম্যাজিক।সলমনকে চুলবুল রুপে আবারও দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।জনপ্রিয় “দাবাং” ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নিয়ে নতুন খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের ভাইজান।জোর জল্পনা শুরু হয়েছিল দাবাং ৮ নিয়ে, শোনা যাচ্ছিল আরবাজ এবং তার ভাই  একসঙ্গে বসব স্ক্রিপ্ট ফাইনাল হবে এবং ছবিটি তৈরি হবে।

সম্প্রতি, আরবাজ খান প্রযোজিত ছবি “পাটনা শুক্লা”র -এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সলমন। সেখানে মুম্বই সংবাদসংস্থার কাছে “দাবাং ৪” সম্পর্কে অভিনেতা বলেন, খুব তাড়াতাড়ি দুই ভাই একসঙ্গে বসে স্ক্রিপ্ট লক করবো এবং নতুন কিছু করবো।

 
ছবির প্রিমিয়ারে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের প্রশংসায় মেতে ওঠেন অভিনেতা। “পাথর কে ফুল” ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী এবং সেই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। “পাটনা শুক্লা”-তে তানভি শুক্লা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যা মন ছুঁয়ে নিয়েছে “ভাইজানের”। অনুরাগী মহলে গুঞ্জন “দাবাং ৪” এর অংশ হতে চলেছেন “টিপ টিপ বরষা পানি” অভিনেত্রী এমনটা শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *