পাঁচজন ব্যক্তিত্বের হাতে ভারতরত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ অনেকেই ছিল। তবে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি আডবানি।সূত্রের খবর, তাঁর বাসভবনে গিয়ে ভারতরত্ন তুলে দিতে পারেন রাষ্ট্রপতি। বাবার হয়ে পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাওয়ের ছেলে পিভি প্রভাকর রাও।

মরণোত্তর ভারতরত্ন নেন চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরী। এমএস স্বামীনাথনের কন্যা নিত্য রাও এবং কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর ভারতরত্ন নেন রাষ্ট্রপতির থেকে। এক মাস আগেই লালকৃষ্ণ আডবানির ভারতরত্ন পাওয়ার কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি। প্রাক্তন উপ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *