লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে মমতার  বন্দ্যোপাধ্যায়

রবিবার কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে। তৃণমূল সূত্রে খবর, আগামী সপ্তাহে একটানা প্রচার চালাবেন এবং ৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের রওনা হবেন। সেখানে থেকেই প্রার্থীদের লোকসভা সমর্থনে করবেন এবং ওই দিনই পশ্চিমবঙ্গের তিন আসন অর্থাৎ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এলাকায় ভোট হবে তাই মনে করা হচ্ছে।এই সময়ে তিনি প্রচারসভা করতে পারেন। গত বছর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি লোকসভায় ভোট জিততে পারেনি তৃণমূল। তাই এবার জিততে চাইছে বাংলার শাসকদল। এই কারনে  লোকসভা আসনে প্রচারসভার পাশাপাশি মিছিল ও জনসংযোগ করতে পারেন তিনি।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী প্রথম তিন দফায় উত্তরবঙ্গের সব ক’টি আসনে ভোট সম্পন্ন হবে। দ্বিতীয় দফার ভোটে ২৬ এপ্রিল ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভায়। তৃতীয় দফায় ভোট ৭ মে হবে ভোট । ওই দিন ভোট হবে মালদহ উত্তর এবং দক্ষিণ এলাকায়। তবে মমতার এবারের সূচিতে মালদহ-সহ উত্তরবঙ্গের অন্য লোকসভা আসন গুলি থাকলেও কোনও ভাবেই রাখা হবে না মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গ থেকে ফিরে আবারও প্রচারসূচি তৈরি করে মুর্শিদাবাদের আসনগুলির প্রচারে জন্য যাবেন তিনি।বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে যাতে মুখ্যমন্ত্রী যান, সে ভাবেই তাঁর সফরসূচি তৈরি করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।কারণ দ্বিতীয়বার বালুরঘাটের ভোটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *