তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার নিঃশব্দ বিপ্লবঅস্ত্র হতে চলেছে

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের লোকসভা ধরে ধরে বৈঠক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে।আগামী মাসে রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, তার আগেই অবশ্য দেশ জুড়ে দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের তবেকয়েক সপ্তাহ বাকি থাকতেই রাজ্যের রাজনৈতিক এখন জোর চর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে।তিন দিন ধরে বিধানসভা ভিত্তিক সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে তিনি বৈঠক করেন এবং তিনি সাংসদ প্রকাশ করেন ‘সাফল্যের’ খতিয়ান, বই আকারে প্রকাশ করেন।সেই বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর ভ্রাতুষ্পুত্র ,এই কার্যকালের প্রায় ১০ বছর অতিবাহিত। এক মাসের বেশি সময় এখনও বাকি লোকসভা ভোটের তার কেন্দ্রে তবে কাজের খতিয়ান তুলে ধরার জন্য তিনি ময়দানে নেমেছেন। ডায়মন্ড হারবারে গত দশ বছরে প্রচুর কাজ হয়েছে।

দেশ জুড়ে বিজেপি-বিরোধীতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়,রাজ্যের রাজনীতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা। সামনের মাসেই রাজ্যে ভোট গ্রহণ শুরু লোকসভা নির্বাচনের তবে জাতীয় স্তরের রাজনীতিতে তাই তৃণমূলনেত্রী এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের সম্পাদক হয়ে সাংগঠনিক কাজে তাঁকে দেখা যাচ্ছে। তেমনই বাংলার বাইরেও অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ার মতো রাজ্য সামলাচ্ছেন,আর এই বই এবার অন্যতম প্রচারের অস্ত্র হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *