২ লাখেরও বেশি হারাবো বেকায়দায় বলেন বিজেপি নেতা

বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী চন্দন মণ্ডল তিনি বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় মুখ ফসকে হারানোর কথা বলে ফেলেন তিনি । যদিও পরক্ষণেই আবার সেই ভুল শুধরে করে নেন চন্দন মণ্ডল।অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের বক্তব্য সংশোধন করে নিয়ে বলেন,আমরা ২ লাখেরও বেশি ভোটে জিতবো।


তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে সমর্থনে নির্বাচনী সভা চলছিল, সেখানে আচমকা এক বিজেপি নেতা বলে উঠলেন, ‘আমরা ২ লাখেরও বেশি হারাবো শপথ করছি, যিনি বলেছেন, তিনি আবার বিজেপির সাংগঠনিক জেলার পদাধিকারী। চন্দন মণ্ডলসেই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি তমলুক থেকে প্রার্থী ঘোষণা করতেই প্রচারে নেমে পড়েছেন এবং ময়নার বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি চালান তিনি। সেই সূত্র ধরেই আজ ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়রাচক গ্রামে একটি কর্মসূচি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যখন এই ঘটনা হয়, তখনই বিজেপি প্রার্থী সেখানে গিয়ে পৌঁছাননি। সেই সময় বিজেপির সভা মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *