বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। দেশের অন্য রাজ্যের মতো সুবিধা মিলবে পশ্চিমবঙ্গে। দেশের বিখ্যাত পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম হল গোয়া। গোয়া পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে গোয়ায় একাধিক সুবিধা প্রদান করা হয়। গোয়ায় পর্যটকরা বাইক বা স্কুটি ভাড়া করে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারেন।

সেই রকম এবার বাংলাতেও বাইক বা স্কুটি ভাড়া দেওয়া হতে পারে পর্যটকদের। কমার্শিয়াল মোটরবাইক ও স্কুটির পারমিট উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন পরিবহণ মন্ত্রী ১২৯ জনের হাতে কমার্শিয়াল পারমিট তুলে দিয়েছেন।

এর সাথে দেওয়া হয়েছে হলুদ রঙের নম্বর প্লেট। এর আগে সাধারণ পারমিট ও সাধারণ নম্বর প্লেটের বাইক বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। রাজ্যের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থল, যেমন উত্তরবঙ্গ, দীঘা, সুন্দরবনে এই পরিষেবা ধীরে ধীরে চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *