আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে এবার প্রচারে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ প্রত্যেকটি দল। উনিশের লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফলাফল করেছিল গেরুয়া শিবির।

৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। আসন্ন ভোটে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করলেন অমিত শাহ। বাংলায় ভালো ফলাফল করার বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল অমিত শাহের গলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চব্বিশের ভোটে সারা দেশে ৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি।

গতবার ৩০৩টি আসন পেয়েছিল পদ্ম-শিবির। তবে এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি করেন শাহ। অপরদিকে এনডিএ ৪০০-টিরও অধিক আসনে জয়যুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *