সইফ-করিনার কেন নাজেহাল অবস্থা?

সইফ আলি খান ২০১২ সালে করিনা কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নানা কটাক্ষ শুনতে হয় দু’জনকে বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে। তবে তাঁরা বিয়ের প্রায় ১২ বছর পার করে ফেলেছেন। বর্তমানে তাঁদের দুই ছেলে, তৈমুর আলি খান ও জেহ্‌কে নিয়ে সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের কেরিয়ার, সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন দম্পতি। তবে দুই ছেলেকে মানুষ করা যে মুখের কথা নয়, করিনা তা স্বীকার করেন নিলেন। তৈমুর আর জেহ্‌কে মানুষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তারকা দম্পতির।

নায়িকা ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন। জাহাঙ্গির ওরফে জেহ্ ২০২১ সালে যুগলের কোলে আসে। করিনা এখন ৭ ও ৩ বছরের দুই সন্তানের মা। তবে দুই সন্তানকে মানুষ করতে গিয়ে নাজেহাল দম্পতি। কিন্তু তৈমুর বেশ কিছুটা বড় হওয়ার কারণে ভাইয়ের উপর খানিক কতৃর্ত্বও ফলায়। তাতেই নাকি বাধে অশান্তি! করিনার কথায়, ‘‘হঠাৎ হঠাৎ দেখি আমাদের বাড়িতে সইফ রেগে চিৎকার করছে। আমি হয়তো উপরে কিছু একটা করছি। হঠাৎই শুনছি, সইফ ছেলেদের বকাবকি করছে। হঠাৎই শুরু করে ওরা মারপিট। তার পর আমাদেরই থামাতেই হয়। আসলে এই মুহূর্তে দু’জনেই তাদের অস্তিত্ব খুঁজছে।’’ তবে পাশপাশি করিনা এ-ও জানান ছোট ছেলে জেহ্‌র চিৎকার চেঁচামেচি করাটা মোটেও পছন্দ নয় তৈমুরের। করিনার কথায়, ‘‘আসলে তৈমুর বড্ড খবরদারি করে জেহ্‌র উপর। ব্যস্, তাতেই রাগ ছোটটার। আমি আর সইফ ভাবি, কী যে চলছে। আসলে দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *