কেন কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান?

কলকাতা বিমানবন্দরে সাতসকালে রক্তারক্তি কাণ্ড! হাড়হিম করা ঘটনা, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে বিমানবন্দরে আত্মঘাতী কর্মরত সিআইএসএফ জওয়ান। হঠাৎই বিমানবন্দরের ৫ নম্বর গেটে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গুলির আওয়াজ শোনা যায়। তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। ছুটে যান অন্য কর্মীরা।

জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। নিজে নিজের এসএলআর রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনি মাত্র ২ বছর হল ডিউটিতে যোগ দিয়েছিলেন। ওই জওয়ান ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন। প্রসঙ্গত, বুধবারই কলকাতা বিমানবন্দরে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো যায়। ওড়ার আগে দুই বিমানে সংঘর্ষ ঘটে। ডানায় ডানায় দুটি বিমানের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি উইং ক্ষতিগ্রস্থ হয়ে রানওয়েতে ছিটকে পড়ে। আর ইন্ডিগো বিমানে উইং-ও বেঁকে যায়। ট্যাক্সি বে-তে হঠাৎ মুখোমুখি চলে আসে দুটি বিমান।

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের পাইলটদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কার গাফিলতিতে এই ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে। মোট ১৩৫ জন যাত্রী ছিলেন ইন্ডিগো বিমানে। এর মধ্যে চার জন শিশুও ছিল। এই ঘটনার জেরে গতকাল খানিক ব্যাহত হয় বিমান পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *