লোকসভা ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র একেক রাজ্যে একেক হারে বাড়ানো হল মজুরি। বাংলায় দিনপিছু ১০০ দিনের কাজের মজুরি বাড়ল ১৩ টাকা।আগে প্রতিদিন ২৩৭ টাকা করে মজুরি পেতেন কর্মীরা ফলে এবার সেটা বেড়ে হল ২৫০ টাকা প্রতিদিন।শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। সে তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি।হরিয়ানাতে সবথেকে বেশি দেওয়া হয় ১০০ দিনের কাজের মজুরি উদাহরণ হিসাবে বলা যায়।সেখানে ৩৭৪টাকা দেওয়া হয়।শতাংশের হিসেবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। সেখানে একবারে দৈনিক মজুরি বেড়েছে ৩৪ টাকা।
বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ তবে উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতেও মজুরি বৃদ্ধির হার বাংলার থেকেও কম। বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র ৪.৬ শতাংশ,এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। কেন্দ্র দীর্ঘদিন বকেয়া না মেটানোয় ফলে রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
কেন্দ্র সরকার যেভাবে ১০০ দিনের কাজের বেতনবৃদ্ধির ঘোষণা করল, তা ভোটারদের প্রভাবিত করবে। যদিও কেন্দ্রের যুক্তি এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি হয়েছে।