লোকসভার টিকিট না পেয়ে আত্মঘাতী গণেশ মূর্তি

২০১৯ সালে এমডিএমকের টিকিট লোকসভা নির্বাচনে জেতেন এ গণেশমূর্তি। ইরোড কেন্দ্র থেকে নির্বাচিত হন ৭৬ বছর বয়সি সাংসদ। তবে এবার নির্বাচনের টিকিট পাননি। সেই অভিমান থেকেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও গণেশমূর্তির অসুস্থতা নিয়ে তাঁর দলের তরফে কিছু বলা হয়নি।

টানা চারদিন চিকিৎসাধীন থাকার পরে প্রয়াত হলেন তামিলনাড়ুর  সাংসদ এ গণেশ মূর্তি।লোকসভার  টিকিট না পেয়ে বিষপান করেন লোকসভা সাংসদ। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং সাংসদের মৃত্যুর পরে অবশ্য দলের তরফে সাফাই দিয়ে বলা হয়, বিধানসভা নির্বাচনে গণেশমূর্তিকে টিকিট দেওয়ার পরিকল্পনা ছিল ফলে সংকটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।গত চারদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল গণেশমূর্তিকে। ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে তাঁর দেহ। সেখান থেকে সাংসদের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে।

আসন্ন লোকসভা নির্বাচনে দলের তরফে দুরাই ভাইকোকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আত্মহত্যার চেষ্টা করেছেন দলীয় সাংসদ, সেই খবর পেয়ে হাসপাতালে যান এমডিএমকের সাধারণ সম্পাদক ভাই  কিন্তু সেটা আমি মেনে নিতে পাননি। তাই দলের অন্দরেই টিকিট দেওয়া নিয়ে ভোটাভুটিও হয়, দুজনের পক্ষেই সমান ভোট পড়েছিল। তাই ভেবেছিলাম, লোকসভায় দুরাইকে টিকিট দেওয়া হোক। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হত গণেশমূর্তিকে। কিন্তু তার আগেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন গণেশ মূর্তি।সাংসদকে দলীয় নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *