যোগী-রাজ্য জয়েই ভোটপ্রার্থী অরুণ গোভিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে এবং  সেই সদ্য-করা চরিত্র নয়, গোটা দেশ আজও সাড়ে তিন দশক আগে টিভির পর্দায় দেখা ‘রাম’ বলেই মনে রেখেছে অরুণ গোভিলকে। দূরদর্শনের ধারাবাহিকের যে চরিত্রে তিনি অভিনয় করেছিলেন নিজের অভিনয় জীবনের কার্যত প্রথম ধাপে দাঁড়িয়েন। লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক আগে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে যে চলচ্চিত্রটি পর্দায় অরুণ গোভিল এবার লোকসভার লড়াইয়ে নেমেছেন মিরাট কেন্দ্রে দাঁড়িয়ে। আগামীকাল শনিবার সেই মিরাট থেকেই উত্তরপ্রদেশ জয়ের লক্ষ্যে প্রচারে নামছেন নরেন্দ্র মোদী এবং যোগী ।আদিত্যনাথের রাজ্যে নিজের প্রথম জনসভার স্থান হিসেবে মিরাটকেই বেছে নিয়েছেন বিজেপিরা।

বিজেপি নেতা রাজেন্দ্র আগরওয়াল গত ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ওই আসনে জিতে এসেছেন। লোকসভা ভোটে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে প্রচারের ঝড় তোলার পরিকল্পনা নিয়ে রেখেছে বিজেপি। সেই কারণেই লোকসভার ঠিক আগে রামমন্দির উদ্বোধনের সিদ্ধান্ত নেয় দল।মিরাট তথাকথিত ভাবে বিজেপির নিরাপদ আসন বলেই পরিচিত।তাঁর পরিবর্তে অরুণ গোভিলকে দাঁড় করিয়ে মিরাট-সহ আশেপাশের কেন্দ্রগুলিতে হিন্দু ভোটের মেরুকরণ করাই লক্ষ্য বিজেপির।

পশ্চিম উত্তরপ্রদেশের ২৯টি লোকসভা আসনের মধ্যে ১৯টিতে গত বার বিজেপি জিতেছিল। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে আশিটি আসনই জিতে নেওয়া বিজেপি শিবিরের লক্ষ্য ছিলো। মিরাট-সহ   জিতে ছিলো ৩০ মার্চ মিরাটের সভায় রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধরির উপস্থিত থাকার কথা রয়েছে।রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি তবে জয়ন্ত এনডিএ শিবিরে যোগ দেওয়ায় পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক ভোটের বড় অংশ তাদের পাশে থাকবে বলে বিজেপি মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *