দ্বিতীয় বার ছেলে হওয়ার পর প্রথম ছবি পোস্ট করলেন অনুষ্কার  

সোশাল মিডিয়া থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন অনুষ্কা। তাঁর শেষ পোস্ট ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ সেই পোস্টেই ছেলের মা হওয়ার খবর জানিয়ে ছিলেন অনুষ্কা এমনকী, একই পোস্টে ছেলের নামও জানিয়ে ছিলেন তারকা, মাঝে কেটে গিয়েছে একমাস সময়। ইনস্টাগ্রামে ফিরলেন অনুষ্কা এবং পোস্ট করলেন তাঁর ঝকঝকে ছবি। তবে ইনস্টাগ্রামে ফিরেও, অনুরাগীদের হতাশ করলেন তিনি ,ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল বিরাট পুত্রর মুখ দেখার জন্য,কিন্তু ছেলে আকায়েরও মুখ লুকিয়ে রাখলেন অনুষ্কা।

এই কারণেই হয়তো ব্যক্তিগত সব কিছুকে সোশাল মিডিয়া থেকে আপাতত দূরেই রেখেছেন তিনি।২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার  মা হন অভিনেত্রী।

সেবার অবশ্য সন্তান জন্মানোর আগেই অনুরাগীদের আগামী খবর দিয়েছিলেন তারকা দম্পতি। অনেকে আন্দাজ করলেও তাঁরা প্রকাশ্যে কিচ্ছুটি জানাননি। এমনকী ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখনই জল্পনা করা হয়। এই মুহূর্তে ছেলে ও মেয়েকে নিয়েই দিব্যি দিন কাটছে অনুষ্কা শর্মার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *