আইপিএল খেলার জন্য চোটকেও যেন পরোয়া করেন না ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেট কিংবা দেশের জার্সিতে না খেললেও মোটা অঙ্কের জন্য আইপিএলে খেলতে বেশি আগ্রহ দেখান প্লেয়াররা। এমন সমালোচনা শোনা যাচ্ছে আইপিএল চলাকালীন এবার কার্যত বোমা ফাটালেন বীরেন্দ্র শেহওয়াগ তাঁর দাবি, আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁর ফর্ম নষ্ট করে দিয়েছিল।
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই তিন দলেরই এখনও পর্যন্ত ট্রফি অধরা এর মধ্যে পাঞ্জাবের জার্সিতে দুটি মরশুম খেলেছিলেন। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “পাঞ্জাবে যোগ দেওয়ার পরই আমার স্ট্রাইক রেট কমে গিয়েছিল। শহওয়াগ তাঁর দাবি, এই দলের হয়ে খেলতে গিয়েই ফর্মে ভয়ংকর অবনতি ঘটেছিল তাঁর। ওই যে কথায় বলে না, যেমন সঙ্গী পাবে, তার প্রভাবও তেমন পড়বে। ওখানে এরকমই সঙ্গী পেয়েছিলাম, তাই আবার ফর্ম আরও খানিকটা খারাপ হয়ে গিয়েছিল।
চলতি আইপিএলে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করেন শিখর ধাওয়ানরা।একাধিক মরশুমে প্রীতি জিন্দার পাঞ্জাব শুরুটা ভালো করলেও ধীরে ধীরে টুর্নামেন্ট থেকে হারিয়ে যায়। ফলে গত ১৬ বছরে ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত এই দল এবং পরাস্ত করেন শিখর ধাওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারে পাঞ্জাব। এবার সেই দলের কথা বলতে গিয়েই প্রীতির ফ্যাঞ্চাইজিকে কার্যত কাঠগড়াতেই তুলে দিলেন বীরু। তাঁর মন্তব্য নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।