মাঝরাতে আচমকা থেমে গেল ট্রেন, যাত্রীদের বেশির ভাগই তখন ঘুমে আচ্ছন্ন। ট্রেনের একটি কামরা থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে দেখে শুরু হল চিৎকার-চেঁচামেচি। মঙ্গলবার গভীর রাতে ‘হোলি স্পেশাল ট্রেন’-এর একটি কামরায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে।
পিটিআই জানিয়েছে, যখন বিহারের আড়া স্টেশনের কাছাকাছি পৌঁছোয় দানাপুর থেকে মুম্বইগামী ওই ট্রেনটি, তখনই একটি কামরায় আগুন লাগে। তবে এই দুর্ঘটনায় হতাহতের বা বড় কোনও ক্ষয়ক্ষতির কোন খবর নেই। রেলের তরফে বুধবার সকালে একটি বিবৃতি দিয়ে মঙ্গলবার রাতের ওই ঘটনা সম্পর্কে জানানো হয়। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে বলা হয়েছে, বড় কোনও বিপদও ঘটেনি।
দানাপুরের ডিআরএম জয়ন্ত চৌধরি সংবাদমাধ্যমকে জানান , আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথমেই ট্রেনের কামরা খালি করে দেওয়া হয়। এরপরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে কামরায় আগুন লেগেছিল, তাতে কোনও রিজ়ার্ভেশন না থাকায় কোন বড় বিপদ হয়নি। তবে এই দুর্ঘটনার পর চার-পাঁচটি অন্য ট্রেনকে অন্য রেলপথে ঘুরিয়ে দেওয়া হয়। শুক্রবারই বিহারের নাসিকের কাছে গোদান এক্সপ্রেসের একটি কামরায় আগুল লাগার ঘটনা ঘটে।