নরেন্দ্র মোদীর রেখা পাত্রের পর রাজমাতা অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী। ইডির উদ্ধার করা দুর্নীতির টাকা বিতরণ করা হবে গরিবদের মধ্যে তবে এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি নিজে কাজ করছেন। বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোনে জানালেন প্রধানমন্ত্রী ,যে তিনি আইনি বিকল্পের দিকগুলি খতিয়ে দেখছেন। এই লুটের টাকা কীভাবে গরিবদেরকে আবার ফিরিয়ে দেওয়া যায়।
মোদী বলেন যে, বিজেপি যেমন একদিকে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর, ঠিক তেমনই সমস্ত দুর্নীতিপরায়ণরা একজোট হয়েছেন একে অন্যকে বাঁচাতে। তবে ফোনে অমৃতা রায়কে প্রধানমন্ত্রী মোদী গ্যারান্টি দেন যে,’আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের ভোট দেবে।ইডি যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন।
জমজমাট লড়াই হতে চলেছে কৃষ্ণনগরে তবে প্রসঙ্গত, মহয়ার সমর্থনে কৃষ্ণনগর থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই রাজমাতাকে মোদীর ফোন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। অপর প্রান্ত থেকে মোদীও খোঁজখবর নেন যে তাঁর নির্বাচনী প্রচার কেমন চলছে। সেইপ্রসঙ্গে অমৃতা রায় প্রধানমন্ত্রী মোদীর কাছে এও জানান যে, রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার ব্রিটিশদের ‘সাথ’ দিয়েছিল বলে অনেকেই এখানে বিরোধিতা করছে। কেউ জমি দান ও ভালো কাজের কথা বলছে না এই বলে আশ্বস্ত করেন যে, ভোটব্যাঙ্কের রাজনীতি করা মানুষ অনেকে উলটোপালটা কথা বলবে। বদনাম করার চেষ্টা করেন মোদীকে,তাঁকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন।