ঢাকুরিয়া রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লেগে প্রায় ১৫-২০টি বাড়ি পুড়ে ছাই গৃহহারা বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ এবং আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচলের ভোগান্তির শিকার যাত্রীরা। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় ঢাকুরিয়া ঝুপড়ি। স্থানীয়দের দাবি, কিছু বুঝে ওঠার আগে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, কমপক্ষে ২-৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলেই দাবি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১৫-২০টি ঝুপড়ি পুড়ে ছাই। গৃহহারা বহু মাথায় হাত ক্ষতিগ্রস্তদের। ঝুপড়িতে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট হয়নি বলে জানা যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর দেওয়ার পরেও দমকল বেশ কিছুটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে, অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ রেল চলাচল। ভোগান্তির শিকার বহু যাতায়াতকারীরা।ক্ষতিগ্রস্তদের দাবি করেন আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ট্রেন চালানো যাবে না অগ্নিকাণ্ড সামাল দেওয়া গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেই জানায় রেল কর্তৃপক্ষ।