বিজেপি হয়েই ভোটে লড়ছেন উর্বশীর রাওতেলা

লোকসভা ভোটের আগে ‘বোমা ফাটালেন’ উর্বশী রাওতেলা । চব্বিশের লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে তবে ভোটবাক্স ভারী করতে রাজনৈতিক শিবিরগুলোর প্রার্থী তালিকায় তারকা মুখের সমাহার। টিকিট পেয়েছেন বলে অভিনেতা ছুটলেন রামমন্দিরে পুজো দিতে। সিনেমা নিয়ে ছড়িয়ে পড়তেই নেটিজোনদের কাছে তবে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন এই নিয়ে চর্চা মানুষের মধ্যে। 

উর্বশী রাওতেলা এখন বর্তমানে জেএনইউ জাহাঙ্গীর ন্যাশন্যাল ইউনিভার্সিটি’ সিনেমার রিলিজ নিয়ে ব্যস্ত। যে ছবিতে অভিনয় করেছেন তিনি সেই পলিটিক্যাল ড্রামার প্রচারেই রাজনীতিতে।উর্বশীর মন্তব্য করেন আমি তো ইতিমধ্যেই টিকিট পেয়ে গিয়েছি তবে এখনও ধন্দে রয়েছি যে রাজনীতিতে যোগ দেব কিনা।

তিনি বলেন ভক্তদের কাছ থেকেই আমি জানতে চাই রাজনীতিতে যোগ দেব কিনা।একথা বলার পরই শুক্রবার অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে ছুটলেন উর্বশী রাওতেলা। রামমন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি মাথায় ঘোমটা পরনে হলুদ শাড়ি।‘সংস্কারি’ অবতারে উর্বশীকে দেখেই নেটপাড়া তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটেই লড়ছেন তিনি। আগামী সিনেমার রিলিজের জন্যও রামলালর আশীর্বাদ নিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *