বলিউডে সর্বদা বিতর্কে থাকা অভিনেত্রী কঙ্গনা রানাউত লোকসভা। ভোটের পরেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন কঙ্গনা।ইতিমধ্যে নাকি জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা।খবরসূত্র বলছে, মুম্বইয়ে নয় হিমাচল প্রদেশে বিয়ের অনুষ্ঠানের হবে।
সম্প্রতি ইংরেজি এক সংবাদের মাধ্যমে বলেন কঙ্গনার বিয়ের খবর ভুল করে ফাঁস করে দেন তাঁর ফ্যাশন ডিজাইনার।খবরসূত্র জানা যায় কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তিনি একজন বিদেশে ব্যবসায়ী থাকেন ।বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্গনা।
সেই ভিনদেশী ব্যক্তির সঙ্গে অভিনেত্রীকে বিটাউনের ঘুরতে দেখা গিয়েছে। পরে জানা যায় তিনি আদতে কঙ্গনার হেয়ারস্টাইলিস্ট।শোনা যাচ্ছে রামমন্দির চত্বর থেকে দুজনের ছবি ভাইরালও হয়।কঙ্গনা বলেছিলেন,একজন মহিলার সঙ্গে প্রতিদিন নতুন নতুন পুরুষের নাম জড়াবেন না দয়া করে।তবে তিনি একাধিকবার প্রেমে জড়িয়েছেন কিন্তু কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা যায়।