গার্ডেনরিচ কাণ্ডে মৃত্যু ১১ জনের, চলছে তদন্ত

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন একাধিক। আশপাশের বস্তি এলাকার একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কলকাত পুরনিগমের কাছে লালবাজার থেকে চিঠি গেল। অবশেষে কলকাতা পুরনিগম তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে সাতজন সদস্য রয়েছেন। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। মোট ছয় জন প্রতিনিধি তাঁর নেতৃত্বে এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন। এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন — সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই তদন্ত কমিটির মূলত দেখবে কোন হস্তান্তর করা হয়েছিল কিনা, জমিটি কার নামে ছিল, যে মাপের বহুতল তৈরি করা হচ্ছিল সেটি এই জমির জন্য যথেষ্ট ছিল কিনা। কে বিল্ডিং প্ল্যান অনুমোদন দিয়েছিল, সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখবেন। কারণ এই নির্মাণ যে বেআইনি, তা মুখ্যমন্ত্রী নিজে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন। দমকল, সিইএসসি, কলকাতা পুরসভা সহ যে জায়গাগুলি থেকে বিল্ডিং প্ল্যান পাওয়ার কথা সেখান থেকে অনুমোদন পেয়েছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *