ভোটের মুখে বাংলায় উদ্ধার নগদ লক্ষ লক্ষ টাকা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন নির্বাচনী ফ্লাইং স্কোয়াড টিম নামিয়ে ৪৮ জায়গায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেন।নির্দিষ্ট জেলারায় সীমান্তবর্তী এলাকা-সহ জাতীয় সড়ক এবং যাতায়াত করা গাড়ি থামিয়ে চেকিং শুরু করে দিয়েছেন।ইতিমধ্যেই কোলাঘাটে জাতীয় সড়কের উপর নাকা চেকিংয়ে ব্যাগ থেকে নগদ প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং বাজেয়াপ্ত একটি গাড়ি ফলে তিনজনকে আটক করা হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা্‌, কোলাঘাটে শরৎ সেতুর উপর দিয়ে কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে গাড়িটি আটক করে পর তল্লাশি অভিযান করেন ।ওসি সৌরভ চিনিয়া বলেন নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকেই ৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটের চেকিং চলাকালীন এই বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে। ফলে আয়কর দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান।

ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রতিটি বিধানসভায় তিনটি করে ফ্লাইং স্কোয়াড টিম গড়া হয়েছে।জোরকদমে তমলুক, পাঁশকুড়া, ময়না, এলাকায় গাড়ি থামিয়ে ২১টি নাকা পয়েন্ট  তল্লাশি শুরু হয়েছে।বেআইনি অস্ত্রশস্ত্র কিংবা চোলাই মদ প্রভৃতি সরবরাহ করা হচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।সেই সমস্ত বাজেয়াপ্ত নিয়ম অনুযায়ী ২৪ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলাস্তরে ক্যাশ রিলিজ কমিটির কাছে আবেদন করতে হবে এবং শুনানির পদক্ষেপ পর সিদ্ধান্ত গৃহীত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *