ইডির হানা  মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে

মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অ্যাকশনে ইডি,এবার রাজ্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বোলপুরের নিচুপট্টির বাড়িতে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর  বাড়িতে। খবর সূত্রের জানা যায়,দুর্নীতি ও গরুপাচারে মামলার তদন্তের স্বার্থেই এই হানা। তবে ভোটের জন্য এই কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি করেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।

বোলপুরের নিচুপট্টি এলাকায় কেষ্টর বাড়ির থেকে প্রায়২০টি বাড়ি পরেই থাকেন তিনি।মণ্ডলের এলাকারই বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও গরুপাচার মামলায় এই মন্ত্রীর নাম উঠে আসছিল। তবে তিনি হাজিরাও দিয়েছিলেন এবং ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে বলেই খবর।তবে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে।মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেনন।

খবর সূত্রের তদন্তকারীরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী ।তিনি রয়েছেন মুরারইয়ের শহরে, বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। ইডি হানা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন ভোট এসে গিয়েছে তবে নিয়ম করে রাজ্যের মন্ত্রীদের বাড়িতে ইডি, সিবিআই পাঠানো হচ্ছে। অর্থাৎ গোটা মামলায়  পিছনে ষড়যন্ত্র বলেই দাবি করেন শান্তনু সেন।তবে নিউটাউন-সহ বেশ কয়েকটি এলাকায়ও হানা দিয়েছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *