ধর্মতলা হাওড়াগামী মেট্রো রেলের সময়সূচ

সোমবার দোলের উপলক্ষে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়ের তুলনায় ৭ ঘণ্টা পর থেকে শুরু করা হবে এবং মেট্রো কর্তৃপক্ষের তরফে থেকে জানানো হয়েছে, ধর্মতলা-হাওড়া থাকে শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রো পরিষেবা শুরু হবে ৮ ঘণ্টা পর।অন্যান্য দিন সকাল৭ টা থেকে মেট্রো পরিষেবা চালু হয়।তবে দোলের দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে পরিষেবা শুরু হবে দুপুর ৩টে থেকে।

অন্যান্য দিন সকাল ৭ টা থেকে মেট্রো পরিষেবা চালু হয়।তবে ১৩০ টি মেট্রোর পরিবর্তে ওই দিন মেট্রো থেকে ৩টে থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।টায়।মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, একইভাবে শিয়ালদহ-সেক্টর ৫ রুটেও সকালের পরিবর্তে দুপুর ৩ টে শুরু হচ্ছে পরিষেবা। মেট্রোর ১০৬ টি পরিবর্তে ওই দিন ট্রন চলবে মোট ২২ টি এখানে ২ টি মেট্রোর মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকবে।

অন্যদিকে, সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৫ মার্চ দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে দোলের দিন  মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটেয়। অন্যদিন যেখানে ২৮৮ টি পরিষেবা দেওয়া হয়, সেখানে দোলের দিন মোট ৬০ টি পরিষেবা দেবেন মেট্রো রেল।এছাড়া, ‘অরেঞ্জ’ এবং ‘পারপেল’ লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *