আমেরিকায় খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পন্নুনের খুনের পরিকল্পনায় কারা রয়েছে সেই তদন্তে ভারতকে সহযোগিতা করতে আগ্রহী আমেরিকা। বুধবার আমেরিকায় স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার সচিব ডোনাল্ড লু জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতএব ভারতকে সহযোগিতা করতে তৈরি তাঁরা। তিনি এদিন বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা যথাযথ তদন্তের জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করতেও তৈরি।
গত বছর নভেম্বরে আমেরিকা পন্নুন-হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করে । চেক প্রজাতন্ত্রের তরফ থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।আমেরিকান তদন্তকারী দলের একাংশের অভিযোগ, ভারতই নিখিল গুপ্তকে নিয়োগ করেছিল। তাঁকে এখান থেকে আর্থিক মদতও দেওয়া হত। যদিও হাই কোর্ট সেই দাবি মানতে নারাজ।
আমেরিকার প্রভাবশালী সেনেটর বেন কার্ডিন ‘পন্নুন-কাঁটায়’ ভারতকে ড্রোন বিক্রিতে বাদ সেধেছিলেন । তবে তিনি এ বছর বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁর আপত্তি তুলে নেন ।