অস্বস্তিতে মহুয়া, বাড়ছে চাপ

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই বড়সড় ঝটকা, অস্বস্তিতে মহুয়া। গত ৮ ডিসেম্বর লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

প্রাক্তন তৃণমূল সাংসদর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল CBI। আগামী ৬ মে সুপ্রিম কোর্টে মহুয়া মামলার শুনানির দিন পড়েছে।

সিবিআইকে ছ মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করার লিখিত নির্দেশ দিয়েছে লোকপাল। লোকসভায় মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পরে মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইও এর সাথে আরও একাধিক অভিযোগ জুড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *