কলকাতার গার্ডেনরিচে কবীরনগরে একটি বহুতল বাড়ি ভেঙে পরার ফলে বহুমানুষ আহত হয়েছেন। জানা যায় ,৩ জন শ্রমিক স্তূপের মধ্যে চাপা পড়ে যায়।তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ঊদ্ধারকাজ শেষ করেছে এন ডি আর এফ ।অপর দিকে দিল্লির কবীরনগরে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি।সেই ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।দিল্লীর জিটিবি হাসপাতালে তাদের মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়েছে।
দিল্লী পুলিশের ডিসিপি গতকাল রাতে জানান ফোন আসার সঙ্গে সঙ্গেই উদ্ধাররকারী দলরা ছুটে যায়।এন ডি আর এফ গতকালই কলকাতার গার্ডেনরিচে ভেঙে পড়া বাড়িতে তল্লাশি শেষ করেছে ।এখনও একজন নিখোঁজ রয়েছে বলে খবর।এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ।
রবিবার রাতে একটি বাগান এলাকায় ঝুপড়ির উপর ভেঙে পড়েছিল বহুতল বাড়িটি। ফলে স্তুপের নিচে আটকে পড়েছিলেন বহু মানুষ।এনডিআরএফ সেদিন রাত থেকে উদ্ধার কাজে নামে এবং মৃতদেহগুলি উদ্ধার করা হয় ।গতকাল থেকে এনডিআরএফ-এর পক্ষ থেকে উদ্ধারকাজ আর চলবে না ।তারা কলকাতায় পুরসভার হাতে এলাকার ভার তুলে দিয়েছে ।বাড়িভাঙন কাণ্ডে অভিযুক্ত প্রোমোটার সহ জমির মালিক পাপ্পুকেও এখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।