হাইকোর্টে কাতর আবেদন করলেন মুখ্যমন্ত্রী কেজরীবাল

দিল্লির সুপ্রিমো হাইকোর্টে অরবিন্দ কেজরীবাল আবেদন করেছেন ।তিনি আর্জি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টর তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবেন না এবং তিনি জানান যে সমন মেনে হাজিরা দিবেন।তবে তাকে  যাতে গ্রেফতার না করা হয় আদালতে এই আর্জিই  তুলে ধরেন  দিল্লির হাইকোর্টে।আজ আদালতে কেজরীবাল পিটিশনের শুনানি রয়েছে।

ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ইডি ও সিবিআই-র হাতে ।দিল্লির  দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।ইডি দুর্নীতি মামলায় জেরা করার জন্য নয়বার সমন পাঠিয়েছে ইডি। কিন্তু কোনও বারই হাজিরা দেননি তিনি । এনফোর্সমেন্ট ডিরেক্টর বলেছেন আদালতে এই আশ্বাস দিতে হবে যে আমি সমন মেনে হাজিরা দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।

তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করবেন এবং হাজিরা দিতে রাজি হবেন। বুধবারই দিল্লি হাইকোর্টে ইডির নয়টি সমন-কে চ্যালেঞ্জ আদালতে শুনানি ছিল।আইনজীবী অভিষেক মনু সিংভি জানান,আগামী ২২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ইডির সামনে দিল্লির আবগারি মামলায় বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *