সরকারের তরফে বড় সুখবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ফের একদফায় রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

তিনি জানিয়েছেন, আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। যা ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, এর আগে ৪২ শতাংশ হারে ডিএ পেতেন গুজরাটের সরকারি কর্মীরা। তবে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে ২০২৩ সালের ১ জুলাই থেকে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পাবেন।

এখানেই শেষ নয়, সেইসঙ্গে সরকারি কর্মীদের কয়েক মাসের বকেয়া ডিএ বা ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *