বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন প্রযুক্তিগত বদল আনছে রেল। এবার নগদ ছাড়াই সংরক্ষিত ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

শিয়ালদা, কলকাতা স্টেশনের পর হাওড়া স্টেশনেও এই সুবিধা চালু হল। জানা যাচ্ছে, যাত্রীরা ‘ফেয়ার রিপিটার’ দেখতে পাবেন কাউন্টারে মেশিনের বাইরে। সেখানেই থাকবে ‘কিউআর’ কোড। এই কোড স্ক্যান করেই যাত্রীরা টিকিটের টাকা মেটাতে পারবেন।

এই নতুন সুবিধার ফলে একদিকে যেমন টিকিট কাটার জন্য নগদ টাকা বহন করতে হবে না, অন্যদিকে আরও সহজে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এটিভিএম মেশিন ও পিওএস মেশিনে সব জায়গাতেই যাত্রীরা টিকিট কাটতে পারবেন এই কিউআর কোডের মাধ‌্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *