রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে রেল কতৃপক্ষের তরফে আসন্ন হোলি উপলক্ষে ছয়টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুখবর, যাত্রীদের কথা মাথায় রেখে রেল অতিরিক্ত বেশ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। শিয়ালদহ–গোরক্ষপুর, শিয়ালদহ–গয়া, শিয়ালদহ–পুরী, কলকাতা–জয়নগর, মালদহ–আনন্দবিহার, মালদহ–বালসাদের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। ২২ মার্চ সন্ধে সওয়া ছ’টায় শিয়ালদহ থেকে গোরক্ষপুরের উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে।গয়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাত সওয়া ন’টার সময়। পুরীর উদ্দেশ্য স্পেশাল ট্রেন ২৮ মার্চ রাত ১১.৫০ মিনিটে ছাড়বে। ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে ছাড়বে কলকাতা থেকে জয়নগরের ট্রেনটি। মালদহ থেকে ২৫ মার্চ সকাল সাড়ে ন’টার সময় আনন্দ বিহারের ট্রেনটি ছাড়বে।